আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুর সদর উপজেলার বারাদি-কলাইডাঙ্গা সড়কে পথদুর্ঘটনায় সজল(১৯) নামের এক যুবক আহত হয়েছে। তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত সজল মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামের শামীম মিয়ার ছেলে। জানা গেছে ঘটনার সময় শামীম বাড়ি থেকে মোটরসাইকেলে যোগে বাড়াদী যাওয়ার সময় কলাইডাঙ্গা রাড়াদির মাঝামাঝি স্থানে মোটরসাইকেল-পাখিভ্যান ও পাওয়ার ট্রিলারের সাথে ত্রীমূখী সংঘর্ষ হয়।এতে সজল আহত হয়। তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।