আমঝুপি অফিস:
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম(২৫)নামের এক মাছ ব্যবসায়ী মারাত্মক আহত হয়েছে।আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে সদর উপজেলার বারাদি বাজারে এ দুর্ঘটনা ঘটে। আহত জাহিদুল ইসলাম সদর উপজেলার ময়ামারী গ্রামের চাঁদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,বরিশাল থেকে ছেড়ে আসা একটি মিনি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ইঞ্জিন চালিত একটি আলমসাধু সঙ্গে ধাক্কায় মাছ ব্যবসায়ী জাহিদুল ইসলাম মারাত্মক আহত হন। লাইসেন্স নং-ঢাকা মেট্রো-ড ১৪-২৭৬৪।পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর কর্মীরা এসে তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী আহত সত্যতা নিশ্চিত করেন মেহেরপুর সদর থানার ওসি শাহ-দারা-খান পিপিএম।