আমঝুপি অফিস:
মেহেরপুর সদর উপজেলার বারাদী ইউনিয়ন পরিষদে কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হয়েছে।
২০২২-২৩ অর্থ বছরে খরিপ- মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য আজ শুক্রবার বিকালে পরিষদ চত্বরে ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে এ বীজ বিতরণ করা হয়।
উপসহকারী কৃষি কর্মকর্তা এস এম কুতুবউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বারাদি ইউনিয়ন চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন। ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, নজরুল ইসলাম, দেলোয়ার,
ইউনিয়নে মোট তিন শত পঞ্চাশ পেকেট বীজ কৃষকের মাঝে এক কেজি করে উন্নত মানের পাট বীজ বিতরণ করা হয় বলে জানান উপসহকারী কৃষি কর্মকর্তা তহিদুল ইসলাম ।