সুমনা সাথী ঠাকুরগাঁও উপজেলা প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের উদ্যোগে ১১ জন অসহায় প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে।
রবিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ওই ইউনিয়নের ১১ জন অস্বচ্ছল প্রতিবন্ধীদের হাতে এসব হুইল চেয়ার প্রদান করেন তিনি।
এসময় ইউনিয়ন পরিষদের সকল সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, এর আগে অনেক চেয়ারম্যান এ ইউনিয়নে চেয়ারম্যানের দায়িত্ব পালন করে গেছেন কিন্তু কেউই এসব অসহায়-অস্বচ্ছল প্রতিবন্ধীদের জন্য কিছু করতে পারেনি। আমি নির্বাচিত হওয়ার পর থেকে তাদের জন্য কিছু করার চিন্তা-ভাবনা থেকে আমার পরিচিতজনদের কাছ থেকে সাহায্য-সহযোগিতা নিয়ে তাদের পাশে দাড়ানোর চেষ্টা করছি। আমি যতোদিন চেয়ারম্যান হিসেবে দায়িত্বে থাকবো, আমার সর্বাত্মক চেষ্টা থাকবে সমাজের অসহায় মানুষদের সেবা নিশ্চিত করা।