নিজস্ব প্রতিবেদক:
বিএপির ৩১ দফা বাস্তবায়নে গাংনীতে ওয়ার্ড কর্মীসভা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাস্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে মেহেরপুরের গাংনীতে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে গাংনী পৌরসভার ৭নং ওয়ার্ডের এ কর্মীর সভার আয়োজন করা পূর্বমালসাদহ গ্রামের খালেদা জিয়া মোড়ে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তৃতা করেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক্ এমপি আমজাদ হোসেন। প্রধান বক্তা হিসেবে ৩১ দফা সংস্কারের বিভিন্ন দিক তুলে ধরেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। ওয়ার্ড বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান বাবলু ও সুলেরী আলভীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মতিয়ার রহমান মোল্লা, জেলা কৃষক দলের আহবায়ক মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, রাইপুর বিএনপির সভাপতি নাসির উদ্দীন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হুসাইন, সাবেক ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দীন, মাহবুবুল ইসলাম বাবুসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।