Home » বিডিআরের দায়ের করা মাদক আইনের মামলার আসামী কে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ

বিডিআরের দায়ের করা মাদক আইনের মামলার আসামী কে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ

কর্তৃক xVS2UqarHx07
196 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

বিডিআরের দায়ের করা মাদক আইনের মামলার আসামী সীমান্ত গ্রাম সহড়াতলার সেই রুবেল হোসেন (২৬) কে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ। রুবেল হোসেন গাংনী উপজেলার সহড়াতলা গ্রামের বাগানপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।

রোববার দুপুরে গাংনী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দীন সঙ্গীয় ফোর্সসহ তার বাড়িতে অভিযান চালিয়ে রুবেল হোসেনকে গ্রেফতার করেন।

তার নামে সহড়াতলা বিডিআর ক্যাম্পের দায়ের করা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ এর ১ টেবিল এর ১৪(খ) ধারায় একটি মামলা রয়েছে। গাংনী থানার মামলা নং ১। তারিখ-০১/০৩/২০২২ ইং।

এর আগে চলতি মাসের ১ তারিখে সহড়াতলা বিজিবি ক্যাম্পের সদস্যরা ৪৭ বোতল ফেনসিডিলসহ আসাদুল ইসলাম নামের একজনকে গ্রেফতার করেন। আসাদুল ইসলামকে বিজ্ঞ আদালতে নিয়ে ১৬৪ ধারায় জবানবন্দী রেকর্ড করা হয়।

তার দেওয়া জবানবন্দী মোতাবেক ফেনসিডিলের মুল মালিক হিসেবে রুবেল হোসেনকে মামলার আসামী করা হয়। উল্লেখ্য রুবেল হোসেনের বড় ভাই নাজমুল হোসেনও এলাকার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী ছিলেন।

গত বছর নাজমুল হোসেন ক্রসফায়ারে নিহত হন। নাজমুল হোসেন নিহত হওয়ার পর এই রুবেল হোসেন সীমান্ত এলাকায় ফেনসিডিলের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতো।

ফেনসিডিলের গডফাদার হিসেবে সে নিজেকে প্রতিষ্ঠিত করে। সোমবার সকালের দিকে গ্রেফতারকৃত রুবেল হোসেনেকে আদালতে হাজির করা হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন