নিজস্ব প্রতিবেদক:
আলোচনা সভা ও র্যালীর মধ্য দিয়ে মেহেরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক শাহিন হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হুদা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ডাঃ অলক কুমার দাস। “সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে, প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি “শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডাঃ রফিকুল ইসলাম, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ রোমানা হেলালী জুসি,আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, ইলিয়াস হোসেন, শাহেদা খাতুন, সুবল চন্দ্র মন্ডল প্রমুখ। এর আগে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে একটি র্যালী বের করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুদার নেতৃত্বে র্যালীটি জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালীতে অন্যদের মধ্যে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক শাহিন হাসান উপস্থিত ছিলেন। পরে পরিবার পরিকল্পনা কাজে বিশেষ অবদান রাখায় মেহেরপুর জেলা ও উপজেলা পর্যায়ে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।এতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সদর উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে যারা নির্বাচিত হন তারা হল শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী গীতা রানি। শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা সাজেদা খাতুন। শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক জাহিদ হোসেন। শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ফিরোজা খাতুন।
শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র কুতুবপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ আমঝুপি ইউনিয়ন পরিষদ। শ্রেষ্ঠ বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা সূর্যের হাসি ক্লিনিক। শ্রেষ্ঠ বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা সূর্যের হাসি ক্লিনিক। এদিকে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে জেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে যারা নির্বাচিত হন তারা হলেন শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী পিরোজপুর ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারী গীতা রানি। শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা কুতুবপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শিকা সাজেদা খাতুন। শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক আমঝুপি ইউনিয়ন পরিষদের পরিবার পরিকল্পনা পরিদর্শক জাহিদ হোসেন। শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বুড়িপোতা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার
ফিরোজা খাতুন। শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র কাথুলী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ আমঝুপি ইউনিয়ন পরিষদ। শ্রেষ্ঠ বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা সূর্যের হাসি ক্লিনিক। শ্রেষ্ঠ বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা সূর্যের হাসি ক্লিনিক।