নিজস্ব প্রতিবেদক:
বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লঞ্চিতকরার প্রতিবাদে মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের উদ্যোগে মানববন্ধন ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে মেহেরপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে থেকে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সামনে এসে শেষ হয় । পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মেহেরপুর মুক্তিযোদ্ধা ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার ক্যাপটেন (অব:) আব্দুল মালেক, সাবেক কমান্ডার কিতাব আলী, সাবেক উপজেলা কমান্ডার নজরুল ইসলাম, সাবেক কমান্ডার আবুল কাসেম, মুক্তিযোদ্ধা ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার ক্যাপটেন( অব) আব্দুল মালেক প্রমুখ।