নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর মাঠ থেকে আটক বাঘ ডাঁসাটি অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর বনবিভাগ প্রাঙ্গণে বাগডাঁসা ছানাটি অবমুক্ত করা হয়।
সহকারী বন কর্মকর্তা জাফরুল্লাহ বাঘডাঁসা ছানাটি অবমুক্ত করেন। আগের দিন বিকেলের দিকে মেহেরপুর সদর উপজেলা হরিরামপুর মাঠ থেকে এলাকাবাসী বাঘডাঁসা ছানাটি আটক করে। পরে খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা সেটিকে নিজেদের নিয়ন্ত্রণে নেন।