Home » বৃটিশ আমেরিকা টোব্যাকোর উদ্যোগে মেহেরপুরে ঔষধি বৃক্ষ বাগানের উদ্বোধন

বৃটিশ আমেরিকা টোব্যাকোর উদ্যোগে মেহেরপুরে ঔষধি বৃক্ষ বাগানের উদ্বোধন

কর্তৃক xVS2UqarHx07
211 ভিউজ

মেহেরপুর প্রতিনিধি:

বৃটিশ আমেরিকা টোব্যাকো বাংলাদেশ মেহেরপুরের উদ্যোগে মেহেরপুর সরকারি কলেজ প্রাঙ্গনে ঔষধি বৃক্ষ বাগান উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার সকালে ঔষধি গাছের চারা রোপণের মধ্য দিয়ে সরকারি কলেজ চত্বরে ঔষধি বৃক্ষ বাগানের উদ্বোধন করেন। মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল আলম সরদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঔষধি বৃক্ষ বাগানের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএটিবির আঞ্চলিক ব্যবস্থাপক সাজ্জাদ আহমেদ তালুকদার, মেহেরপুর শাখার ব্যবস্থাপক এ এফ এম কামাল, প্রভাষক তানজিলা আফরিন প্রমূখ। মেহেরপুর সরকারি কলেজ প্রাঙ্গনে ঔষধি বৃক্ষ বাগানে নিশিন্দা, রাখাল চন্ডাল, বাশোক,গোলাপ, পুদিনা,ধুতরা,তেলাকুচা, ঈশ্বর মূল, আশোক, থানকুনি, আপাং, তুলশী, কালোমেঘ, নয়নয়তারা, চুঁইঝাল, ঘৃতশুমারী, একানী,শরিফা, মেহেদী, শিউলি, চিতা, শতমূলী, তুরুক চন্ডাল, করবি, পঞ্চজবা, পলাশ, বিলাতি আমড়া, দেশি নিম, হরিতকী,বহেরা,কদবেল, বাতাবি লেবু, বেল বড়, এলাচ, গন্ধভাদালি, কুমারী লতা, থানকুনি, অপরাজিতা, কপূর, ডায়াবেটিকস, নারিকেল লেবু, জগডুমুর, আমলকি, জলপাই,আতা,সফেদা, চালতা, জাফরান, অনন্তমূল, তেলাকুচা, লেমন ঘাস, অড়বড়ই, ডালিম, মহুয়া, পেয়ারা, অর্জুন, কাগজিলেবু,দেশি আমড়া ওলট কম্বল, জাম,পিপুলটি, কামরাঙ্গা, লটকন, দাদমর্দ্দন, আকুন্দ, লজ্জাবতী, হাড়জোড়া, করমচা, ধুতরাজ, নীলকন্ঠ, তেঁতুল, গোলাপজাম, কৃষ্ণচূড়াসহ ৮৩ প্রজাতির ঔষধি গাছ লাগানো হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন