Home » ভক্তদের ভালোবাসাই সাত বছর পর ফিরলেন সিএম পাঙ্ক

ভক্তদের ভালোবাসাই সাত বছর পর ফিরলেন সিএম পাঙ্ক

কর্তৃক xVS2UqarHx07
202 ভিউজ

স্পোর্টস ডেস্ক:

সাত বছর, বেশ লম্বা সময়।
পেশাদার রেসলিং জগতে এ সাত বছরে অনেক কিছুই হয়েছে। ড্যানিয়েল ব্রায়ান, রোমান রেইনস, সেথ রলিন্স, ডিন অ্যামব্রোস, ড্রু ম্যাকিন্টায়ারদের মতো তারকাদের উত্থান ঘটেছে এ সময়ে। অন্যান্য রেসলিং প্রতিষ্ঠানের হয়ে নাম কামানো এজে স্টাইলস, সামোয়া জো, শিনসুকে নাকামুরা কিংবা স্টিংয়ের মতো কিংবদন্তিরা রেসলিংয়ে সবচেয়ে বড় প্রতিষ্ঠান ‘ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট’-এ নাম লিখিয়েছেন এই সময়ে। আন্ডারটেকার হারিয়েছেন রেসলম্যানিয়ায় অপরাজিত থাকার রেকর্ড। জন সিনা ছুঁয়েছেন সর্বোচ্চসংখ্যক বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড।

এত কিছুর পরও একটা জিনিস অপরিবর্তিত থেকেছে। ২০১৪ সালে পেশাদার রেসলিং ছেড়ে দেওয়া ফিলিপ জ্যাক ব্রুকস, ভক্তদের কাছে যিনি ‘সিএম পাঙ্ক’ নামেই বেশি পরিচিত—রেসলিং রিংয়ে ফেরেননি একবারের জন্যও। মাঝে মিক্সড মার্শাল আর্টস প্রতিষ্ঠান ‘আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ’-এর হয়ে দুটি ম্যাচ খেললেও সুবিধা করতে পারেননি। কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, আবারও রেসলিং রিংয়ে ফেরার ইচ্ছা তাঁর। জানা গিয়েছিল, বিশ্বখ্যাত রেসলিং প্রতিষ্ঠান ‘ডব্লুডব্লুইর মূল প্রতিপক্ষ ‘অল এলিট রেসলিং’য়ের (এইডব্লু) সঙ্গে এর মধ্যেই চুক্তি সই করে ফেলেছেন তিনি।
ঘরের ছেলেকে যেভাবে শিকাগোর দর্শকেরা বরণ করে নিয়েছে, ভক্তদের সেই হর্ষধ্বনি বহুদিন মনে থাকবে রেসলিংভক্তদের। কোনো রেসলার ফেরার পর এমন অভ্যর্থনা পেয়েছেন কি না, গবেষণার বিষয়!

শুধু পাঙ্কই নন, আরেক কিংবদন্তি রেসলার ব্রায়ান ড্যানিয়েলসনও (ড্যানিয়েল ব্রায়ান) এইডব্লুতে নাম লেখাচ্ছেন, এটাও শোনা যাচ্ছে। রেসলিংবিষয়ক সাংবাদিক ক্যাসিডি হেইনেস নিজের ওয়েবসাইট ‘বডিস্ল্যাম ডটনেট’–এ কিছুদিন আগে জানিয়েছেন সংবাদটি।

০ মন্তব্য

You may also like

মতামত দিন