নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনি উপজেলার ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থী ২০২১ এর বিদায় ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃরোমানুল হকের সভাপতিত্বে সহকারি শিক্ষক নাসিরউদ্দিনের সঞ্চালনায় বিদ্যালয়ের সভাকক্ষে পরিক্ষার্থীদের বিদায় ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ ইব্রাহিম খলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃআলি আজগর, বিদ্যালয় ব্যাবস্থাপনা কমিটির সদস্য মোঃআরিফুল ইসলাম, ফেরদৌস রহমান, শহিদুল ইসলাম এছাড়াও উপস্থিত ছিলেন ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক শিক্ষিকা।
বিদায়ি শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে মাহফুজুর রহমান রাজু ও আয়েশা খাতুন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয় এবং শিক্ষা উপকরন বিতরন করা হয়।