“ভারতে রাসূল (সাঃ)কে অবমাননাকর কুটুক্তি মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন”
এম. সোহেল রানা; মেহেরপুর।। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশা সিদ্দিকা (রা) কে নিয়ে ভারতের ক্ষমতাসিন দল বিজেপির মুখপাত্র নুপুর শার্মা ও দিল্লী শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দল এর অবমাননাকর অশ্লীল মন্তব্য ও কুটুক্তির বিরুদ্ধে প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৮জুন-২২ইং) বাদ আছর মেহেরপুর সদর উপজেলা, মেহেরপুর পৌরসভার ৪নং ওয়ার্ড কালাচাঁদপুর জামে মসজিদের আয়োজনে- মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশা সিদ্দিকা (রা) কে নিয়ে ভারতের ক্ষমতাসিন দল বিজেপির মুখপাত্র নুপুর শার্মা ও দিল্লী শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দল এর অবমাননাকর অশ্লীল মন্তব্য ও কুটুক্তির বিরুদ্ধে প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কালাচাঁদপুর জামে মসজিদের পেশ ইমান মুফতি মোহাম্মদ হুসাইন আহমেদের সঞ্চালনায়- কোরআন তেলাওয়াত করেন মাওলানা ক্বারী মুহাঃ মাসউদুর রহমান।
বক্তব্য রাখেন- মোঃ আয়ুব আলী সভাপতি কালাচাঁদপুর জামে মসজিদ, মোঃ আঃ রহিম সদ্য নির্বাচিত ৪নং ওয়ার্ড কাউন্সিলর মেহেরপুর পৌরসভা। মেহেরপুর সদর থানা জামে মসজিদের খতিব ও ইমাম, মুফতি আব্দুল্লাহ আল মামুন, ২নং ওয়ার্ড জামে মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা হাসানুজ্জামান প্রমুখ।
ভারতে রাসূল (সাঃ)কে অবমাননাকর অশ্লীল কুটুক্তি মন্তব্যের প্রতিবাদ মানববন্ধনে গ্রামের বিভিন্ন পেশাজীবির শতশত মানুষ উপস্থিত হয়ে প্রতিবাদ জানান।