নিজস্ব প্রতিবেদক:
আগামী১১ ডিসেম্বর থেকে ৪দিনব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এ এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস এর সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস মিলনায়তনে অনুষ্ঠিত এডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।
মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডাঃ ইনজামামুল হক। ইপিআই সুপার খন্দকার আবু শামাইনের সঞ্চালনায় অ্যাডভোকেসি সভায় বক্তব্য রাখেন৷ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফিল উদ্দিন। ৪দিনব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে মেহেরপুর সদর উপজেলার ১২০ টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ২ হাজার ২৬১ জন এবং ১২-৫৯ মাস বয়সী ১৭ হাজার ৫২৬ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।