নিজস্ব প্রতিবেদক:
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেয়াদ উত্তীন ঔষধ রাখার অপরাধে দুই ব্যবসায়ী নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সিএম মেডিকেল হল ও হামীম ফার্মেসিতে এ অভিযান চালানো হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে অভিযানে সিএম মেডিকেল হল ও হামীম ফার্মেসিতে বেশকিছু মেয়াদ উত্তীর্ণ ঔষধ উদ্ধার করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় দু মালিকের নিকট থেকে ৬ হাজার টাকা অর্থ দন্ড করা হয়।