আজকের মেহেরপুর ডেস্ক:
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল-এর উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পুস্পমাল্য অর্পণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল-এর নেতৃত্বে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর কলেজ মোড়স্থ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তারা।
এ সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন শহর যুবলীগের সভাপতি শেখ কামাল সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ যুবলীগ নেতা সাইফুল, আব্দুল্লাহ আল মামুন, নাসির সহ যুবলীগের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।