নিজস্ব প্রতিবেদক:
মহান বিজয় দিবসের কুচকাওয়াজ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, জেল পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিএনসিসি, রোভার স্কাউট, গার্ল গাইডস, গার্ল ইন স্কাউট, কাব স্কাউট, রেড ক্রিসেন্ট সহ মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে মেয়েরা মহড়ায় অংশগ্রহণ করে।
অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) লিংকন বিশ্বাস মহড়ার প্যারেড পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিট্টট গোলাম রব্বানী, রনি খাতুন এ সময় সেখানে উপস্থিত ছিলেন।