নিজস্ব প্রতিবেদক:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে মেহেরপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুমের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড.মুহাম্মদ মুনসুর আলম খান এর সভাপতিত্বে জুমের মাধ্যমে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। স্বাস্থ্যবিধি মেনে পুষ্প মালা অর্পণ করা সহ স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটি পালন করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।