মোঃ রমজান আলী, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদেরহ মহেশপুরে ডাকাতি করার প্রস্তুতিকালে ৬ ডাকাত, ট্রাক ও বিপুল পরিমান দেশীয় অস্ত্র সহ আটক করেছে মহেশপুর থানা পুলিশ। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার জলিলপুর বাজারে।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ১০/১২ জনের সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের একটি চক্র সোমবার রাতে মহেশপুর পৌরসভাধীন জলিলপুর বাজারে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ গোপন সূত্রে সংবাদ পেয়ে মহেশপুর থানার এসআই আব্দুল জলিল,এসআই আসাদুর রহমান,এসআই আব্দুর রশিদ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৬জন ডাকাতকে আটক করে।তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র সহ একটি ট্রাক জব্দ করে।
আটককৃতরা হলেন, খুলনা জেলার খানজাহান আলী থানার ফুলবাড়ি গ্রামের আতাউর রহমানের ছেলে সম্রাট আহম্মেদ(৩০),মহেশ্বরপাশা গ্রামের সামসু মাতুব্বরের ছেলে শাহ আলম মাতুব্বর(৩৫),পায়গ্রামের মিজানুর শেখের ছেলে রাসেল শেখ(২৪), গোলনা গ্রামের একরামুল খানের ছেলে মুন্না খান(২৪),সালাম সরদারের ছেলে আলামিন(২৪) এবং মৃত নুরু শেখের ছেলে মুন্না শেখ(৩০)। এ সময় তাদেরক কাছ থেকে ডাকাতির জন্য ব্যবহৃত ১টি তালা কাটা কাটার,১টি লোহার গ্যাষ্টন,১টি লোহার তালা ভাংগা ছেনি,১টি লোহার হ্যামার, ৩টি লোহার রড,১টি সেলাই রেঞ্জ,২টি হাসুয়া, টর্চলাইট ২টি ও ১টি লেজার লাইট সহ একটি ট্রাক আটক করে। যার নাম্বার বরিশাল-ড-১১-০০৭৬।
সোমবার দুপুরে মহেশপুর থানার এসআই হায়াত আলী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেন। তিনি জানান, মুন্না নামে এক ডাকাত আহত হয়ে মহেশপুর হাসপাতালে চিকিৎসাধীন আছে।