মোঃরমজান আলী, ঝিনাইদহ প্রতিনিধিঃ
শনিবার সকালে মহেশপুর অফিসার্স ফোরামের উদ্যোগে মহেশপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রী কার্যালয়ে ডিজি (অব.) ও ফোরামের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে ফোরামের সিনিয়র সহ সভাপতি খন্দকার আক্তারুজ্জামান, সাবেক জেলা ও দায়রা জজ শফিকুর রহমান, সাধারন সম্পাদক ও প্রধানমন্ত্রী কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশীপের ডিজি আবুল বাশার, যুগ্ন সাধারন সম্পাদক বিশারত হোসেন, নির্বাহী সদস্য নুর আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ,(ভার্চুয়ালী যুক্ত ছিলেন)।মহেশপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান,সাধারণ সম্পাদক শেখ এনামুল হক দুলু সহ ফোরামে অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় গন্যামান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলার ২৮টি এতিম খানায় ২৫০জন এতিম শিশুদের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়।