মহেশপুর প্রতিনিধি মোঃ হাসান আলী:
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় খরিপ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষে এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়ছে।
আজ ২১ সপ্টেম্বের মঙ্গলবার সকালে মহেশপুর উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যের বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফসিার মামুনুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যের বীজ ও সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের এমপি শফিকুল আজম খাঁন চঞ্চল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, উপজেলা কৃষি অফসিার কৃষিবিদ হাসান আলী ও কৃষি সম্প্রসারণ অফিসার সাবরিনা মুজাইন নাবিলা।
পরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।