মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
শীত আর হিমেল হাওয়া যেন আরো জেঁকে বসেছে ঝিনাইদহে মহেশপুরে মৃদ শৈত্য প্রবাহে নাকাল এ এলাকার জনজীবন। শীতের এই তীব্রতাই বেশি কাবু নিম্ন আয়ের মানুষ। শীতে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে সামান্য উষ্ণতা দিতে মহেশপুর উপজেলা জাসদের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে আবাসিক এলাকা উপজেলা পরিষদের সামনে মহেশপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মোঃ রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জাসদের সাধারণ সম্পাদক মোঃশামীম আক্তার বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দারবাড়ীয়া ইউনিয়নের জাসদ নেতা মোঃ তোতা মিয়া
, উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক মোঃ জামাত আলী, প্রচার সম্পাদক আব্দুল রাজ্জাক,শ্যামকুড় ইউনিয়নের জাসদ নেতা সিরাজুল ইসলাম, মোঃ মনজুর প্রমুখ।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে নারী-পুরুষ ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।