Home » মহেশপুরে জুতাপেটার নির্দেশে দাতা বহিস্কৃত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অবশেষে মামলা দায়ের

মহেশপুরে জুতাপেটার নির্দেশে দাতা বহিস্কৃত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অবশেষে মামলা দায়ের

কর্তৃক xVS2UqarHx07
153 ভিউজ

ঝিনাইদহ প্রতিনিধি মোঃ রমজান আলী:

ঝিনাইদহের মহেশপুরে জুতাপেটার নির্দেশ দাতা বহিস্কৃত ছাত্রলীগ নেতা বিপাশসহ ৬ জনের নামে মহেশপুর থানায় মামলা দায়ের ।

থানা ও বাদির এজাহার সূত্রে প্রকাশ, নির্যাতিত যাদবপুর ইউপির সাবেক ছাত্রলীগ নেতা হোসাইন সরকার বাদি হয়ে রোববার রাতে মহেশপুর থানায় এই মামলা দায়ের করেন । যার নং ৩১তারিখ-১৩/১২/২১ইং । মামলায় উল্লেখিত আসামীরা হলেন, বহিস্কৃত মহেশপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মহেশপুর ক্যাম্পপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে আরিফুজ্জামান বিপাশ (৩০) , একই এলাকার মৃত শাহাজান আলীর ছেলে সাদ্দাম হোসেন (৩০) এবং কদমতলা গ্রামের নান্নু মিয়ার ছেলে আমির হোসেন (২৫) সহ অজ্ঞাত আরো ৩জন । আসামীর গত ৭ ডিসেম্বর রাত সাড়ে ১১ টায় মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেয়ে হোসাইনের অসুস্থ বাবা- মায়ের সামনে তাকে জুতাপেটা করে লাঞ্ছিত করে । ঘটনাটি মোবাইলে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় । পরের দিন সকালে আবারও হাসপাতালে যেয়ে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য হুমকি দেয় । ওই ঘটনায় তার বাবা আরো অসুস্থ হয়ে পড়লেডাক্তাররা তাকে যশোর রেফার্ড করে দেয় । তারা রোগী নিয়ে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ১০ ডিসেম্বর রোগী মারা যায় । এই ঘটনায় জেলা ছাত্রলীগ ১১ ডিসেম্বর বিপাশকে বহিষ্কার করেন ।

এজাহারে হোসাইন সরকার তার বাবার মৃত্যুর কারণ হিসেবে ওই ঘটনাকেই দায়ি করেছেন । এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, বাদির অভিযোগের ভিত্তিতে থানায় মামলা হয়েছে । আসামী পলাতক রয়েছে ।

এ বিষয়ে ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খাঁন চঞ্চলের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, মামলার বিষয়ে তার জানা নেই ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন