Home » মহেশপুরে দু’ ডজন বিয়ের প্রতারক টিটোন আবারও শিশু অপহরণের দায়ে আটক

মহেশপুরে দু’ ডজন বিয়ের প্রতারক টিটোন আবারও শিশু অপহরণের দায়ে আটক

কর্তৃক xVS2UqarHx07
173 ভিউজ

মোঃরমজান আলী,ঝিনাইদহ প্রতিনিধিঃ

মহেশপুরে দু’ ডজন বিয়ের প্রতারক টিটোন আবারও শিশু অপহরণের দায়ে আটক। সোমবার ভোরে জীবননগর থানা পুলিশ নিজ বাড়ি থেকে তাকে আটক করে। সে উপজেলার ধান্যহাড়িয়া গ্রামের সিরাজ হোসেন ছেলে। দীর্ঘদিন যাবৎ র‌্যাব ও সেনাবাহিনীর পোশাক পরিহীত ছবি দেখিয়ে প্রতারনা করে দু’ডজনের অধিক মেয়েকে ফাঁদে ফেলে বিয়ে করে অর্ধ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী পরিবার ও জীবননগর থানা সূত্রে জানা গেছে, গত ১লা ফেব্রুয়ারী উপজেলার ফতেপুর গ্রামের সমশের আলীর স্কুল পড়ুয়া কন্যাকে পার্শ্ববর্তী জীবননগর থানার সুটিয়া গ্রামে তার আত্মীয় রাজীব হোসেনের বাড়ি থেকে ফুঁসলিয়ে অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনায় জীবননগর থানায় একটি মামলা হয়। জীবননগর থানার কর্তব্যরত এসআই শহীদ তথ্য প্রযুক্তির মাধ্যমে মহেশপুর থানার সহযোগিতায় সোমবার ভোরে প্রতারক টিটোনকে তার নিজ গ্রাম ধান্যহাড়িয়া থেকে আটক করে এবং মেয়েটিকে উদ্ধার করে।

মেয়েটির পিতা সমশের আলী জানায়, সে ফতেপুর শামছুদ্দিন সরদার মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। উক্ত প্রতারক ফুঁসলিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়। প্রকাশ থাকে যে, প্রতারক টিটোন মহেশপুর উপজেলা সহ বিভিন্ন জায়গায় সরকারী কর্মকর্তার পরিচয় দিয়ে অনেক পরিবারের মেয়েকে প্রতারণা মূলক বিয়ের ফাঁদে ফেলে পরিবারের কাছ থেকে অর্ধ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মহেশপুর থানায় একাধিক অভিযোগ আছে।

এ ব্যাপারে জীবননগর থানার এসআই শহীদ জানায়, তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সে জীবননগর থানায় আটক ছিল।

০ মন্তব্য

You may also like

মতামত দিন