Home » মহেশপুরে পাওনা টাকা চাওয়ায় মহিলা কে মারপিট থানায় অভিযোগ

মহেশপুরে পাওনা টাকা চাওয়ায় মহিলা কে মারপিট থানায় অভিযোগ

কর্তৃক xVS2UqarHx07
188 ভিউজ

মহেশপুর প্রতিনিধি মোঃ হাসান আলী:

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাইলবাড়ীয়া গ্রামের আবুল কাসেম এর মেয়ে মমতাজ বেগম (৩৬) সৌদিতে থাকাকালীন নিজের আপন চাচা রাফিকুল ইসলামের কাছে বহু কষ্টে জমি কেনার জন্য ৩ বারে ২লক্ষ ২৫ হাজার টাকা পাঠায় কিন্তু সে জমি নাকিনে দিয়ে,সে টাকা আত্মসাত করে। মমতাজ বেগম সৌদি থেকে বাড়ী এসে দেখে তার চাচা তার জন্য কোন জমি কেনে নায়। সে টাকা ফেরত চাইলে টাকা নাদিয়ে টালবাহানা করতে থাকে সর্বশেষ ৮ সেপ্টেবর টাকা চাইলে রফিকুল ও তার স্ত্রী নাজমা খাতুন তাকে ব্যাপক মারপিট করে সে মহেশপুর থানায় অভিযোগ দায়ের করেছে। মশেহপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন