ঝিনাইদহ প্রতিনিধি রমজান আলী:
ঝিনাইদহের মহেশপুরে শনিবার আনুমানিক ১১টার সময় পুলিশের মাদকদ্রব্য অভিযানে ১(এক)কেজি গাঁজাসহ ১জনকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।
থানা সূত্রে জানাযায়,অতিরিক্ত পুলিশ সুপার,কোটচাঁদপুর সার্কেল মোঃমোহাইমিনুল ইসলাম এর দিকনির্দেশনায়, মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকশ দল মাদকদ্রব্য উদ্ধারের লক্ষে অভিযান পরিচালনা করে। এসময় পৌরসভা এলাকার বৈচিতলা সাকিনস্থ পাকড়াতলা নামক স্থান থেকে ১ (এক) কেজি গাঁজাসহ এক জনকে আটক করে পুলিশ।
আটককৃত হলেন, ফতেপুর গ্রামে মোঃআসাদুল ইসলামের ছেলে মোঃসাইফুল ইসলাম(৩২)এই সংক্রান্তে মহেশপুর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।