মোঃরমজান আলী, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর বাঘাডাঙ্গা সীমান্ত থেকে ৯৮ বোতল ফেনসিডিলডহ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শিমুল (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
রবিবার রাতে উপজেলার নেপা ইউনিয়নের বাঘাডাঙ্গা সীমান্তের বাঘাডাঙ্গা গ্রামের পশ্চিম পাড়া থেকে তাকে আটক করা হয়। আটককৃত শিমুল উপজেলার নেপা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামে মৃত মজিবর হোসেনের ছেলে। শিমুল দীর্ঘদিন ধরে ভারত থেকে চোরাচালানের কাজকরে আসছে এবং সে মহেশপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করছে।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ভারত সীমান্ত এলাকা থেকে দেশের অভ্যন্তরে ফেনসিডিল পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে টহল দল বাঘাডাঙ্গা গ্রামের পশ্চিম পাড়া এলাকায় তাকে মোটরসাইকেসহ শিমুল কে আটক করে।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।