ঝিনাইদহ প্রতিনিধি মোঃরমজা আলী:
সোমবার সন্ধ্যায় ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।
থানা সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার কোটচাঁদপুর সার্কেল মোহাইমিনুল ইসলামের দিক নির্দেশনায় মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে উপজেলার নওদা গ্রামের মৃত কাশেম মন্ডলের ছেলে হাসান মন্ডল (৩৬) কে ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ বৈঁচিতলা রাস্তার উপর থেকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য মাদক ব্যবসায়ী বেগমপুর গ্রামের মৃত আনারুদ্দীনের ছেলে মোহাম্মদ আলী (৩৮) পালিয়ে যায়।
ওসি সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।