Home » মহেশপুরে বাল্যা বিয়ের প্রস্তুতিকালে কনের বাবা কাছে জরিমানা

মহেশপুরে বাল্যা বিয়ের প্রস্তুতিকালে কনের বাবা কাছে জরিমানা

কর্তৃক xVS2UqarHx07
433 ভিউজ

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি মোঃহাসান আলী:

ঝিনাইদহের মহেশপুরে বাল্যবিবাহ আয়োজনের দায়ে কিশোরী কনের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে উপজেলার ফতেপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

প্রাপ্ত সূত্রে প্রকাশ, উপজেলার পুরন্দপুর গ্রামের ১৫ বছর বয়সী নবম শ্রেণির এক কিশোরীর বাল্যবিবাহের আয়োজন চলছিল। বুধবার দুপুরে বরসহ বরযাত্রীরা কনের বাড়িতে হাজির ছিলেন। ওই সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেন এবং মেয়ের বাবা সাইফুল ইসলামসহ ৩জনকে উপজেলায় নিয়ে আসে। এ সময় বর ও কাজীসহ অন্যান্যরা পালিয়ে যায়। বিকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কনের পিতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আদালত মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না এবং ১৮ বছর না হওয়া পর্যন্ত বর ওই কিশোরীকে বিবাহ করবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়।

ইউএনও মামুনুল করিম বলেন,২০০৭ সালের বাল্যবিবাহ নিরোধ আইনের ৮ ধারা অনুযায়ী এ জরিমানা করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন