ঝিনাইদহ প্রতিনিধি মোঃ রমজান আলী:
বেগম রোকেয়া ছিলেন দূরদৃষ্টিসম্পন্ন একজন আধুনিক নারী। তিনি উপলব্ধি করেছিলেন সমাজ তথা রাষ্ট্রের সার্বিক উন্নয়নের জন্য পুরুষের পাশাপাশি নারীকে প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে উপযুক্ত করে গড়ে তোলা একান্ত প্রয়োজন। তার এই উপলব্ধি ও আদর্শ আজও আমাদের অনুপ্রেরণা যোগায়।বৃহস্পতিবার (৯ডিসেম্বর) বেলা ১টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃমামুনুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।উপজেলা পরিষদ চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, পৌরল্যাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটি এম খায়রুল আনাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রমুখ।এসময় ৫ জন জয়িতাকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছে। ১, হাসিনা খাতুন হেনা, ২, আয়েশা বেগম, ৩, শাহানারা খাতুন, ৪, শিরিনারা ইসলাম, ৫, শাহানা বেগম।