ঝিনাইদহ প্রতিনিধি মোঃ রমজান আলী:
ঝিনাইদহের মহেশপুরে মাদকদ্রব্য অভিযানে ৫৯বোতল ফেন্সিডিল-সহ ১জনকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।
থানা সূত্রে জানাযায়,অতিরিক্ত পুলিশ সুপার,কোটচাঁদপুর সার্কেল
মোহাইমিনুল ইসলামের দিকনির্দেশনায়,মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকশ দল মাদকদ্রব্য উদ্ধারের লক্ষে অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার জিন্নানগর হতে বাউলিগামী মাঠের মধ্যে হামিদুর রহমানের এর কলা বাগানের উত্তর পার্শ্বে কাঁচা রাস্তার উপর হতে ৫৯ (উনষাট) বোতল ফেন্সিডিল ১জনকে করেছে পুলিশ।
আটককৃত হলেন, উপজেলার সলেমানপুর গ্ৰামের মোঃবদর উদ্দিনের ছেলে মোঃআসাদুল ইসলাম(৩০)এই সংক্রান্তে মহেশপুর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।