ঝিনাইদহ প্রতিনিধি মোঃ রমজান আলী:
ঝিনাইদহের মহেশপুরে শুক্রবার রাতে মাদকদ্রব্য উদ্ধারের লক্ষে পৃথক পৃথক দুইটি অভিযান পরিচালনা করে ২৪বোতল ফেন্সিডিল ও ১২বোতল এস্কাপ সিরাপসহ আটক- ৩ জনকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।
থানা সূত্রে প্রকাশ, মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম এর নেতৃত্বে মহেশপুর থানা পুলিশের একটি চৌকশ দল শুক্রবার রাত থেকে মাদকদ্রব্য উদ্ধারের লক্ষে পৃথক পৃথক দুইটি অভিযান পরিচালনা করে। মহেশপুর হতে জীবননগর গামী রোড়ে দত্তনগর বাজারের গোল ঘরের সামনে পাকা রাস্তার উপর হতে ২৪ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও ১২ বোতল মাদকদ্রব্য এস্কাপ সিরাপসহ ২জনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, জীবননগরের নতুনপাড়া গ্ৰামের মৃত জমাত আলী ছেলে মোঃ বাকের আলী(৩৮),অপর জন একই গ্ৰামের আয়নাল মন্ডল ছেলে মোঃ জাফর মিয়া(৩২)।
অপর দিকে,মান্দারবাড়ীয়া ইউপির মান্দারবাড়ীয়া গ্রামস্থ রাজধানীর মোড় নামক স্থানে পাকা রাস্তার উপর হতে ৩৫ বোতল ফেন্সিডিল-সহ ১জনকে আটক করেছে পুলিশ।
আটককৃত হলেন, চৌগাছার কাকুড়িয়া গ্ৰামের মোঃ আবু সুফিয়ানের ছেলে মোঃ হারুন অর-রশিদ (২৬) পরে তাকে যশোরদেরকে ধৃত করেন।
এই সংক্রান্তে মহেশপুর থানায় পৃথক পৃথক নিয়মিত মামলা রুজু হয়েছে।