ঝিনাইদহ প্রতিনিধি মোঃ হাসান আলী:
ঝিনাইদহের মহেশপুরে মঙ্গলবার সকালে ১০টা সময় মহেশপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মামুনুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসিবুস সাত্তার জমির,বিশিষ্ট শিক্ষাবিদ এটিএম খাইরুল আনাম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, শিক্ষা অফিসার আবু হাসান,মুক্তিযোদ্ধা চলাকালীন সেক্টর কমান্ডার ফয়জুর রহমান,সাবেক পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আব্দুস সাত্তার,বীর মুক্তিযোদ্ধা আবু তালেব প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।