Home » মহেশপুরে সিরাজুল ড্রাইভার ডাকাতের হাতে খুন

মহেশপুরে সিরাজুল ড্রাইভার ডাকাতের হাতে খুন

কর্তৃক xVS2UqarHx07
242 ভিউজ

ঝিনাইদহ প্রতিনিধি মোঃ রমজান আলী:

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৮ নং বাঁশবাড়িয়া ইউপির কৈখালী গ্রামে বসবাসরত সিরাজুল ইসলাম (৩৫) ঢাকার একটি কোম্পানির কাভার্ড ভ্যান গাড়ির ড্রাইভার হিসাবে দীর্ঘদিন চাকরি করে আসছিল । গতরাতে আনুমানিক রাত ১টার দিকে একদল সশস্ত্র ডাকাতদল তার গাড়ি গতিরোধ করে তার কাছে থাকা ভ্যান গাড়ির মালামাল ও নগদ অর্থসহ ছিনিয়ে নেয়ার চেষ্টাকালে তার গাড়ির হেলপার পালিয়ে যায়। আত্মরক্ষার্থে সিরাজুল ইসলাম বাধা দেয় । একপর্যায়ে তার উপর ক্ষিপ্ত হয়ে সিরাজুল ইসলামকে কুপিয়ে রক্তাক্ত জখম করে তার কাছে থাকা মালামাল ও অর্থ ছিনিয়ে নেয়। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এসে রক্তাক্ত অবস্থায় দেখে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সে মারা যায় । সে একই ইউপির বাগানমাঠ গ্ৰামের মনু মিয়া ওরফে মনু ব্যাপারীর বড় ছেলে । পরিবারের একমাত্র উপার্জনকারী সিরাজুল ইসলামের মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীদের শোকের ছায়া নেমে আসে । ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার কাঁচপুর ব্রিজের পাশে । এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

০ মন্তব্য

You may also like

মতামত দিন