ঝিনাইদহ প্রতিনিধি মোঃরমজান আলী:
কোটচাঁদপুর সার্কেল জনাব মোঃ মোহাইমিনুল ইসলাম স্যারের সার্বিক ব্যবস্থাপনায়, মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলামের দিগ নির্দেশনায়, এএসআই সজল মন্ডল তথ্য প্রযুক্তির সহায়তায়।হোটেল ব্যবসায়ী জনৈক মোঃ খায়রুল ইসলাম এর হরিয়ে যাওয়া Samsung Galaxy a20s যাহার মূল্য অনুমান ২০,০০০/- টাকা উদ্ধার পূর্বক মালিকের নিকট হস্তান্তর করা হয়।