Home » মহেশপুরে ১২টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থীদের মাঝে চিঠি বিতরন সভা অনুষ্ঠিত

মহেশপুরে ১২টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থীদের মাঝে চিঠি বিতরন সভা অনুষ্ঠিত

কর্তৃক xVS2UqarHx07
163 ভিউজ

ঝিনাইদহ প্রতিনিধি মোঃ রমজান আলী:

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থীদের মাঝে চিঠি বিতরন সভা অনুষ্ঠিত হয়েছে।মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ বলেছেন।আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেশরত্ন শেখ হাসিনার সন্মান রক্ষা করতে হলে আওয়ামী লীগের নৌকার প্রার্থী কে বিজয়ী করতে হবে। দলের সিদ্ধান্ত না মানলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্হা গ্রহন করা হবে। তিনি আজ মহেশপুর উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থীদের কাছে দেশরত্ন শেখ হাসিনার দেওয়া চিঠি বিতরন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ঝিনাইদহ – ৩ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম আজম খাঁন চঞ্চল। সভা পরিচালনা করেন মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন। সভায় উপস্থিত ছিলেন মহেশপুর পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কুমার কুন্ড, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের নেতা আলহাজ্ব শরিফুল ইসলাম শরিফ,তিমির রায় চৌধুরী, আকিদুর রহমান, আব্দুল হামিদ, শেখ হাশেম আলী, নিখিল কুমার গাঙ্গুলী, রোকনুজ্জামান মিঠু, ডিটল চৌধুরী, সাইফুল ইসলাম।

এসময় উপজেলার ১২টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থীরা গ্ৰহন করেন।১নং শামীমা সুলতানা শিউলী,২নং ফতেপুর ইউনিয়নে সিরাজুল ইসলাম সিরাজ,৩নং পান্তাপাড়া ইউনিয়নে ইসমাইল হোসেন, ৪নং স্বরুপপুর ইউনিয়নে মোঃ মিজানুর রহমান, ৫নং শ্যামকুড় ইউনিয়নে আমানুল্লাহ হক , ৬নং নেপা ইউনিয়নে মোঃ সামছুল আলম মৃধা, ৭নং কাজীরবেড় ইউনিয়নে বিএম সেলিম রেজা, ৮নং বাঁশবাড়িয়া ইউনিয়নে মোঃ নওশের আলী মল্লিক, ৯নং যাদবপুর ইউনিয়নে মোঃ সালাউদ্দিন, ১০নং নাটিমা ইউনিয়নে আবুল কাসেম মাষ্টার, ১১নং মান্দারবাড়িয়া ইউনিয়নে মোঃ আমিনুর রহমান,১২নং আজমপুর ইউনিয়নে মোঃ শাহাজান আলী।

০ মন্তব্য

You may also like

মতামত দিন