ঝিনাইদহ প্রতিনিধি মোঃ রমজান আলী:
ঝিনাইদহের মহেশপুরে ১৩৩ বোতল ফেনসিডিলসহ হাসান আলী (৫০) নামে একজনকে আটক করেছে র্যাব ৬, ঝিনাইদহ ক্যাম্প। মহেশপুর উপজেলার মান্দারতলা বাজারের জনৈক জয়নাল আবেদিনের চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করে র্যাব। সেসময় উপস্থিত তার হেফাজত থেকে ১৩৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত হাসান আলী মহেশপুর উপজেলার বড়বাড়ি গ্রামের আনসার আলী সরদারের ছেলে।