ঝিনাইদহ প্রতিনিধি রমজান আলী:
ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার গাড়াবাড়ীয়া পান্তার মাঠ নামক স্থানে ট্রাক নসিমন ও মোটরসাইকেল দূর্ঘটনায় তিন জন আহত হয়েছে। এক জনের অবস্থা আশংকা জনক। এলাকাবাসী ও সড়ক দূর্ঘটনার স্বীকার মোটরসাইকেল যাত্রী টাইলস্ মিস্তি রাসেল জানান, মঙ্গলবার সন্ধা ৬টার সময় তারা মহেশপুর এলাকায় কাজ শেষ করে তিনটি মোটরসাইকেল যোগে বাড়ী ফিরছিলেন। এ সময় তাদের সামনে একটি নসিমন ভ্যান চলছিলো। তারা নসিমন ভ্যানের পিছন পিছন যাওয়ার সময় গাড়াবাড়ীয়া পান্তারমাঠ নামক স্থানে পৌছালে বেলেমাঠ এলাকার দিক থেকে মাল বোঝাই একটি ট্রাক খুলনা মেট্রো ট-১১-১১৯৪ এর সাথে সামনা সামনি নসিমন ভ্যান ধাক্কা দেয়। এ সময় তাদের মোটর সাইকেল তিনটি ও গাড়ীর সাথে ধাক্কা মারে। এতে নসিমন চালক যশোরের চুরামন কাঠি এলাকার সোহবান আলীর ছেলে আদিল উদ্দিন ,মহেশপুরের ভাটপাড়া গ্রামের টাইলস মিস্তি হারুন সহ তিন জন গুরুতর আহত হয়। তাদের কে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নিয়ে গেলে আদিল উদ্দিন কে যশোর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।ট্রাক চালক কে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।