ঝিনাইদহ প্রতিনিধি মোঃ রমজান আলী:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা গ্রাম থেকে ৭৯৪ বোতল ফেনসিডিলসহ ইব্রাহীম মন্ডল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহেশপুরের ৫৮ বিজিবি। শনিবার বেলা ৩টার দিকে গোপন সুত্রে খবর পেয়ে তাকে আটক করা হয়। ইব্রাহীম মহেশপুরের মাটিলা গ্রামের তৈরুদ্দীন মন্ডলের ছেলে। এ সময় একই উপজেলা লেবুতলা গ্রামের শুকুর আলীর ছেলে মশিয়ার রহমান পালিয়ে যায়। বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক পাচারকারী চক্রটি বড় চালান নিয়ে অপেক্ষা করছিল। এ সময় মাটিলা বিওপি’র বিওপি কমান্ডার সুবেদার মোঃ হারুন অর রশিদ নেতৃত্বে টহলদল ৭৯৪ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে। এ বিষয়ে মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।