Home » মহেশপুর সীমান্ত অবৈধভাবে অতিক্রমকালে আটক ৫

মহেশপুর সীমান্ত অবৈধভাবে অতিক্রমকালে আটক ৫

কর্তৃক xVS2UqarHx07
169 ভিউজ

ঝিনাইদহ প্রতিনিধি মোঃ রমজান আলী:

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত অবৈধভাবে অতিক্রমকালে ৫ জনকে ৫৮ বিজিবি।

৫৮ বিজিবির পরিচালক শাহীন আজাদ জানান, ঝিনাইদহ জেলার মহেশপুর থানার লেবুতলা গ্রামের কাচা রাস্তার উপর হতে বাংলাদেশী নাগরিক ০১ জন নারী অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বার্নিহাটি গ্রামের অভনী মন্ডলের স্ত্রী শ্রী রানী মন্ডল (৬০)।

অন্যদিকে,বেতবাড়ীয়া গ্রামের মাঠের মধ্যে হতে বাংলাদেশী নাগরিক ০৪ জনকে (পুরুষ- ০২ নারী-০১ এবং শিশু- ০১) অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন পিরোজপুর জেলার নেছারাবাদ থানার চিলতলা কৈয়ারখাল গ্রামের ঝন্টু লাল ব্যাপারীর ছেলে শ্রী অপূর্ব কুমার ব্যাপারী (৩৭), নরসিংদী জেলার শিবপুর থানার শিবপুর গ্রামের মৃত সবুজ মিয়ার সন্তানদ্বয় মোঃ নিলয় মিয়া (২০) ও মোছাঃ সালমা আক্তার (১৮) এবং গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার পিরেরবাড়ী গ্রামের গৌরাঙ্গ বারই এর ছেলে শ্রী অমর বারই (১৭)।

আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন