ঝিনাইদহ প্রতিনিধি মোঃরমজান আলী:
ঝিনাইদহের মহেশপুরে মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের নারী ও শিশুসহ ২১ জনকে আটক করেছে ৫৮-বিজিবি।
মঙ্গলবার ভোরে মহেশপুর উপজেলার মাটিলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
৫৮-বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মোঃতারেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মহেশপুর থানার মাটিলা গ্রামের মাঠ থেকে ২১ জনকে (এর মধ্যে চারজন পুরুষ, ১২জন নারী ও পাঁচজন শিশু) অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে আটক করা হয়েছে।
তিনি আরো জানান, তাদের বাড়ি নড়াইল, গোপালগঞ্জ, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা ও বরগুনা জেলায় অবস্থিত। আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।