মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি মোঃহাসান আলী:
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় ৫ জনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা ও কাজিরবেড় গ্রাম থেকে তাদের আটক করা হয়। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম খান বৃহস্পতিবার গনমাধ্যমে প্রেরিত এক ই-মেইল বার্তায় আটকের এসব তথ্য নিশ্চিত করেন। ই-মেইল বার্তায় উল্লেখ করা হয়, মহেশপুরের কানাইডাংগা গ্রাম দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় বরিশাল কোতয়ালী থানার ভাটারখাল গ্রামের আলাউদ্দিন সরদারের মেয়ে কলি আক্তার (২৭) এবং কাজীরবেড় গ্রাম থেকে ফরিদপুর কোতয়ালী থানার পাটপাশা গ্রামের মৃত সুধন্য চন্দ্র বিশ্বাসের ছেলে শ্যামল চন্দ্র বিশ্বাস (৪৯) সাথে তার ছেলে সাগর বিশ্বাস (২২), নড়াইল জেলার কালিয়া উপজেলার জামরিলডাংগা গ্রামের মৃত মান্দার মন্ডলের মেয়ে মোছাঃ হালিমা খাতুন (৪১) ও একই গ্রামের কাদের গাজীর মেয়ে মোছাঃ হাসিলা বেগম (৩৫) কে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়।