নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে মুকুল হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তার কাছ থেকে ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়। গ্রেফতার মুকুল মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের আবেদ আলীর ছেলে। জানা গেছে ঘটনার সময় গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি’র এস আই মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় এস আই মোঃ সুলতান মাহমুদ এ এস আই মোঃ আহসান হাবীব এ এস আই হেলাল উদ্দিন ও ফোর্স সহ মুজিবনগর থানার পুরন্তপুর করালী মাঠ এলাকায় অভিযান চালায়।
এসময় মোঃ মুকুল হোসেন (৪৫) কে গ্রেপ্তার করার পর তার কাছ থেকে ১৫ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুজিব নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।