নিজস্ব প্রতিবেদক:
মাদকবিরোধী অভিযানে গাংনীতে ফেনসিডিল সহ ২ জন আটক
মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭০ বোতল ফেনসিডিল সহ্ সেন্টু আলী ও সেলিম রেজা নামের ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
মঙ্গলবার রাতে মেহেরপুরের গাংনী উপজেলার তেতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের উত্তর পাশে রামদেবপুর পাগলা ব্রীজের কাছে এ অভিযান চালানো হয়। আটক সেন্টু আলী গাংনী উপজেলার পলাশীপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে এবং সেলিম রেজা গোলাম জাকারিয়ার ছেলে।
জানা গেছে গোপন সূত্রের খবর পেয়ে মেহেরপুর ডিবি’র ওসি মোঃ মেসবাহ উদ্দিনের নেতৃত্বে ডিবি’র এস আই মোঃ আশরাফুল ইসলামসহ ডিবি পুলিশের সদস্যরা গাংনী উপজেলার তেতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের উত্তর পাশে রামদেবপুর পাগলা ব্রীজের উপর থেকে সেন্টু আলী ও সেলিম রেজাকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৭০ বোতল ফেন্সিডিটির উদ্ধার করা হয়। এ ঘটনাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।