Home » মানবতার সেবাই “বাড়ি মেহেরপুর”

মানবতার সেবাই “বাড়ি মেহেরপুর”

কর্তৃক xVS2UqarHx07
255 ভিউজ

আমঝুপি অফিস:

মানবতার সেবাই “বাড়ি মেহেরপুর” একটি ফেসবুক গ্রুপ ভিত্তিক সামাজিক সংগঠণ কর্তৃক যতারপুর আঞ্জুমান মদিনাতুল উলুম মাদরাসা লিল্লাহ বোর্ডি-এ এক বেলা দুপুরের খাবারের আয়োজন করেছে।

শুক্রবার (১২নভেম্বর-২১ইং) আঞ্জুমান মদিনাতুল উলুম মাদরাসা, সরদার ইসলাম কমপ্লেক্স, যতারপুর, মহাজনপুর সড়ক, মুজিবনগর, মেহেরপুর। উক্ত লিল্লাহ বোর্ডিং-এ সকল শিক্ষার্থীসহ কর্মকর্তাদের এক বেলা দুপুরে খাবারের ব্যবস্থা করা হয়।

মানবতার সেবাই “বাড়ি মেহেরপুর”একটি ফেসবুক গ্রুপ ভিত্তিক সামাজিক সংগঠণ এর প্রোগ্রামে উপস্থিত ছিলেন- রাজু আহমেদ (মডারেটার), রিনু, এম. সোহেল রানা, মাহাবুব রহমান খন্দকার, ফিরোজ আহমেদ, নিজা বিশ্বাস, সম্রাট, ইউনুস আলী প্রমুখ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন