মেহেরপুর প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। দেশভাগের পর ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে সংগঠনটির পথচলা শুরু হয়। সেই থেকে বাংলাদেশের জনগণের অধিকার আদায়ে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব প্রদানসহ দিকনির্দেশনা দিয়ে আসছে ঐতিহ্যবাহী এই ছাত্রসংগঠনটি।
প্রতিষ্ঠাকালে সংগঠনটির নাম ছিল ‘পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ’। পাকিস্তান আমলে ‘মুসলিম’ শব্দটি বাদ দেওয়া হয়। স্বাধীনতার পর নাম হয় ‘বাংলাদেশ ছাত্রলীগ’। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৭১-এর স্বাধীনতা যুদ্ধ আর নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করাসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।
মেহেরপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানার নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়। মেহেরপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল বাসেদ অভিক, আলমগীর খান সদস্য মেহেরপুর জেলা ছাত্রলীগ ও সাবেক সহ সভাপতি মেহেরপুর পৌর ছাত্রলীগ, মোহাম্মদ সান সহ সভাপতি মেহেরপুর জেলা ছাত্রলীগ , এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক আল মুস্তাসিন জামান মিরাজ সাবেক ক্রিয়া বিষয় সম্পাদক বুলবুল মেহেরপুর সরকারি কলেজ শাখা সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক প্রতাপ এবং ছাত্রলীগ নেতা সাব্বির ,আলমগীর ,আহানুর, আলভী, সাঈদ, অপু, সাফী, মান্না সাঈদ , রাজু,কাব্য,সরণ,হৃদয়,ফাহিম প্রমুখ।