আজকের মেহেরপুর ডেস্ক:
“শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ”“একটাই লক্ষ হতে হবে দক্ষ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিবনগরে অনুষ্ঠিত হয়েছে অভিভাবক সমাবেশ ও অংশীজনের সাথে মতবিনিময় সভা।
সোমবার বেলা সাড়ে ১১ টার সময় মুজিবনগর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এর আয়োজনে স্কুলের সেমিনার কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মুজিবনগর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামিমুল কবির এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মামুনুর রশিদ, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, মুজিব নগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম। উপস্থিত ছিলেন ইন্সট্রাক্টর (রসায়ন) নাজমুল হাসান, ইন্সট্রাক্টর (বাংলা) শামীম হোসেন, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দ সহ স্কুল এন্ড কলেজের অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভায় মুজিবনগরে সরকার কর্তৃক প্রতিষ্ঠিত কারিগরি শিক্ষা বোর্ডের অধীন মুজিবনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রী ভর্তি ও তাদেরকে হাতে-কলমে শিক্ষা দিয়ে দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তুলতে সরকারের প্রচেষ্টাকে সহযোগিতা করার জন্য সবাইকে আহ্বান করা হয়।
মতবিনিময় সভায় মুজিবনগরে সরকার কর্তৃক প্রতিষ্ঠিত কারিগরি শিক্ষা বোর্ডের অধীন মুজিবনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রী ভর্তি ও তাদেরকে হাতে-কলমে শিক্ষা দিয়ে দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তুলতে সরকারের প্রচেষ্টাকে সহযোগিতা করার জন্য সবাইকে আহ্বান করা হয়।