নিজস্ব প্রতিবেদক:
মুজিবনগরে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত
“আপনার অধিকার আপনার দায়িত্ব” দূর্নীতিকে না বলুল এই প্রতিপাদ্যকে সামনে রেখে, মুজিবনগর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যেগে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার সময় মুজিবনগর উপজেলা চত্বরে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন এবং মুজিবনগর উপজেলা পরিষদের সামনে দুর্নীতি প্রতিরোধ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে
মুজিবনগর উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আহসান আলী খান এর সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথি ‘র বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্হিত থেকে বক্তব্য প্রদান করেন মুজিবনগর থানার ইনচার্য (ওসি) আব্দুর হশেম,
উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক প্রফেসর বাকের আলী, সমাজসেবা কর্মকতা আব্দুর রব, মহিলা বিষয়ক কর্মকতা তাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক আব্দুল হাই সহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ।