Home » মুজিবনগরে উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেছেন।

মুজিবনগরে উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেছেন।

কর্তৃক xVS2UqarHx07
18 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

 

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেছেন পলাশ মন্ডল।

 

মঙ্গলবার দুপুরে তিনি জেলা প্রশাসকের কাছে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

 

পলাশ মন্ডল ১৯৮৮ সালে খুলনা জেলায় জন্মগ্রহন করেন। তিনি ২০০৪ সালে সেন্ট জোসেফস মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি।২০০৬ সালে সরকারি এমএম সিটি কলেজ খুলনা থেকে এইসএসসি। এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক লাভ করেন।

পরে তিনি ৩৫ তম বিসিএস সদস্য হিসাবে চাকরি জীবন শুরু করেন।

 

 

২০১৭ সালে সহকারী কমিশনার হিসেবে বগুড়া জেলায় যোগদান করেন। পরবর্তিতে সহকারী কমিশনার(ভূমি) হিসাবে বালাগঞ্জ, সিলেট ও সিলেট মহানগর রাজস্ব সার্কেলে চাকুরী করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। মোহাম্মদপুর উপজেলায় ১ বছর ৩ মাস ইউএনও হিসাবে দায়িত্ব পালন করার পর মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন