নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের মুজিবনগরে জহিরুল ইসলাম খোকন ওরফে ছোটগড়া(৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করেছে জেলা ডিবি পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে আটক করে। আটককৃত জহিরুল ইসলাম খোকন ওরফে ছোটগড়া উপজেলার খানপুর গ্রামের কালিতলা পাড়ার রূপচাঁদ বস্তিয়ান শেখ ওরফে তোফাজ্জেল ওরফে উপগাড়ার ছেলে।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী আজকের মেহেরপুর কে জানান, মেহেরপুর মজিবনগর উপজেলার খানপুর গ্রামের কালিতলা পাড়ায় মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই মুক্তা রায় চৌধুরী পিপিএম এর নেতৃত্বে এসআই অজয় কুমার কুন্ডু, এএসআই হেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জহিরুল ইসলাম খোকন ওরফে ছোটগড়াকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত জহিরুল ইসলাম খোকন ওরফে ছোটগড়া খোকনের বিরুদ্ধে মজিবনগর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।তিনি আরো জানান,আটককৃত জহিরুল ইসলাম খোকন ওরফে ছোটগড়া বিরুদ্ধে ১টি মাদক মামলার সহ আরো ৩টি মামলা বিচারাধীন রয়েছে।